অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি (অস্ট্রেলিয়া ফরেন অ্যান্ড ট্রেড রিপ্রেজেন্টেটিভ) মি. ব্রুস সোয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
জামায়াত জানায়, বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের বিষয়টি এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে দলের ইতিবাচক ভূমিকা তুলে ধরা হয়েছে।
এছাড়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে অস্ট্রেলিয়ান সরকারের সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয় বৈঠকে।
অস্ট্রেলিয়ার পক্ষে এ সময় আলোচনায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ শাখার সহকারী পরিচালক স্টেসি লি ওয়াকার, বাংলাদেশ শাখা-১ (দ্বিপাক্ষিক) এর সহকারী পরিচালক ব্রুক সিম্পসন এবং বাংলাদেশ শাখা-২ (রোহিঙ্গা) এর সহকারী পরিচালক মিশ খান অংশ নেন।
বৈঠকে অস্ট্রেলিয়া থেকে সরাসরি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান, প্রবাসী ড. আবদুল মান্নান, ব্যারিস্টার ওসমান গণি ও আহমদুল্লাহ সাদি।
সহিংসতা, ভোটের নামে জবরদস্তি রুখে দাঁড়ানোর আহ্বান: দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও ভোটের নামে জবরদস্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “গত বুধবার রাত আনুমানিক ৯টার দিকে পরিকল্পিতভাবে বর্বর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে (আলমগীর শেখ) একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করার চেষ্টা করে এবং এতে তিনি অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসী কায়দায় আক্রমণ চালানো হয়। এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।”
“আমি স্পষ্টভাবে বলতে চাই, ভিন্ন রাজনৈতিক মত ও অবস্থানের কারণে কাউকে হত্যা বা গুরুতর আহত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মানবাধিকার ও আইনের শাসনের চরম লঙ্ঘন।”
হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তিনি।
জামায়াত নেতা বলেন, “আহত আলমগীর শেখের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও ভোটের নামে জবরদস্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”