গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) টঙ্গী-ভৈরব রেলপথের নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫) উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ভোরে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।