রাজনীতি

বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জামায়া‌তের

১১ দলীয় জোট ছাড়ার সময় জামায়াত‌কে দায়ী ক‌রে ইসলামী আন্দোলনের বক্ত‌ব্যের প্রতিবাদ জা‌নি‌য়েছে বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী। তা‌দের বক্তব‌্যকে অসত‌্য ও বিভ্রা‌ন্তিমূলক উল্লেখ ক‌রে এমন বক্তব‌্য থে‌কে বিরত থাকার আহ্বান জা‌নি‌য়ে‌ছে দল‌টি।

শুক্রবার (১৬ জানুয়ারি) রা‌তে দল‌টির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃ‌তি‌তে ব‌লে‌ছেন, “আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং চলাকালেই তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।”

“গাজী আতাউর রহমান ‘আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন দিকে চলে গেছে’ বলে যে মন্তব্য করেছেন, তাও সঠিক নয়। আমরা মনে করি, জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই তিনি এমন মন্তব্য করেছেন।”

জামায়াতে ইসলামীকে আল্লাহ ও তার রাসূল (সা.)-এর আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন দা‌বি ক‌রে এহসানুল মাহবুব জুবায়ের ব‌লেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সব রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। কারো সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ আমরা করি না।জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি গাজী আতাউর রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি।”