আন্তর্জাতিক

গাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠন করলেন ট্রাম্প

গাজা পুনর্গঠন ও সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি বিশেষ ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে রাখা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিবিসি জানিয়েছে, এই বোর্ড গঠনের মাধ্যমে ট্রাম্প প্রশাসন গাজায় স্থিতিশীলতা, পুনর্গঠন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটি বহুপাক্ষিক কাঠামো তৈরি করতে চাচ্ছে।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান থাকবেন। বোর্ডের অন্য প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য হিসেবে থাকবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার। এছাড়া, বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েলও এই নির্বাহী বোর্ডে থাকবেন।

হোয়াইট হাউজ আরো জানিয়েছে, বোর্ডের প্রতিটি সদস্যের জন্য গাজাকে স্থিতিশীল করা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।

গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন যে বোর্ড গঠন করা হয়েছে। তিনি একে ‘যে কোনো জায়গা ও যে কোনো সময়ের জন্য একে সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড হিসেবে’ উল্লেখ করেছেন। বোর্ডের বাকী সদস্যদের নাম পরবর্তী সপ্তাহগুলোতে ঘোষণা করা হবে।

এতে আগে গাজার জন্য ১৫ সদস্যের ন্যাশনাল কমিটি ফর দ্যা অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি) গঠন করা হয়। এই কমিটি গাজার নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে, যার নেতৃত্ব দেবেন পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক ডেপুটি মিনিস্টার আলি শাথ। 

ট্রাম্পের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) গাজায় মোতায়েন হবে এবং তারা ফিলিস্তিনি পুলিশ ফোর্সকে প্রশিক্ষণ ও সমর্থন দেবে। যুক্তরাষ্ট্রের মেজর জেনারেল জ্যাসপার জেফারস এই ফোর্সের নেতৃত্ব দেবেন।