খেলাধুলা

ডাচ ডাগআউটে ফিরলেন গোলমেশিন নিস্টেলরয়

ফুটবল বিশ্বে ‘গোলমেশিন’ হিসেবে পরিচিত রুড ফন নিস্টেলরয় আবারো চেনা আঙিনায় ফিরছেন। তবে এবার গোল করার জন্য নয়, ডাচদের গোল করানোর কৌশল শেখাতে। আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নেদারল্যান্ডস জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিস্টেলরয়কে নিয়োগ দিয়েছেন প্রধান কোচ রোনাল্ড কোম্যান।

নিস্টেলরয়ের জন্য এই নিয়োগটি এক ধরণের ‘কামব্যাক’। গত ২০২৪-২৫ মৌসুমে ইংলিশ ক্লাব লিস্টার সিটির ডাগআউটে তার সময়টা মোটেও ভালো কাটেনি। ২৫ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয় পাওয়ায় লিস্টার লিগ থেকে অবনমিত হয় এবং নিস্টেলরয় তার চাকরি হারান। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দুটি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন এই কিংবদন্তি স্ট্রাইকার।

ইংল্যান্ডে ভাগ্য সহায় না হলেও নিজ দেশ নেদারল্যান্ডসে নিস্টেলরয়ের কোচিং রেকর্ড ঈর্ষণীয়। পিএসভি আইন্দহোভেনের কোচ থাকাকালীন তিনি দলকে কেএনভিবি কাপ এবং ইয়োহান ক্রুইফ শিল্ড জিতিয়েছিলেন। সেখানে ৩৩ ম্যাচের মধ্যে ২২টিতেই জয় পেয়েছিলেন তিনি। যা তার কোচিং দক্ষতার প্রমাণ দেয়। সম্ভবত এই চেনা মাঠের সাফল্যই তাকে আবারো জাতীয় দলে কোম্যানের পাশে টেনে এনেছে।

নিস্টেলরয় আনুষ্ঠানিকভাবে তার নতুন দায়িত্ব বুঝে নেবেন আগামী ১ ফেব্রুয়ারি। ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী মার্চ মাসে নরওয়ে এবং ইকুয়েডরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাকে প্রথমবারের মতো ডাচ ডাগআউটে দেখা যাবে।

এবারের বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডস ছিল অপ্রতিরোধ্য। আট ম্যাচের মধ্যে ছয়টিতে জিতে অপরাজিত থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে ‘অরেঞ্জ’ বাহিনী। মূল টুর্নামেন্টে গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ: জাপান, তিউনিসিয়া এবং বাছাইপর্ব থেকে উঠে আসা আরও একটি দল।

৪৯ বছর বয়সী নিস্টেলরয়ের স্ট্রাইকিং সেন্স নেদারল্যান্ডসের ফরোয়ার্ড লাইনের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে। কোম্যানের অভিজ্ঞতা আর নিস্টেলরয়ের আধুনিক কৌশলের সংমিশ্রণ ডাচদের দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।