খেলাধুলা

ঢাকাকে বিদায় করে প্লে’অফে রংপুর

বিপিএলে তিনটি দলের প্লে’অফ নিশ্চিত হলেও অপেক্ষায় ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। আজ শনিবার দুপুরে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। সেখানে ঢাকাকে ১১ রানে হারিয়ে শেষ দল হিসেবে প্লে’অফে জায়গা করে নিয়েছে তারকায় ঠাঁসা দল রংপুর রাইডার্স।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে ভর করে ৪ উইকেটে ১৮১ রান করে। জবাবে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ের পরও ১৭০ রানের বেশি করতে পারে না ঢাকা। ১১ রানের জয়ে পরের রাউন্ড নিশ্চিত হয় রংপুরের।

রান তাড়া করতে নেমে ১০০ রানের আগেই ৬ উইকেট হারানো ঢাকাকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন অলরাউন্ডার সাইফউদ্দিন। তাকে সঙ্গ দিচ্ছিলেন ইমাদ ওয়াসিম। তারা দুজন মিলে সপ্তম উইকেটে রংপুরকে ভয় পাইয়ে দেন। ১৪৭ রানের মাথায় ইমাদ ফিরেন ১ চার ও ১ ছক্কায় ২০ রান করে। তবে সাইফউদ্দিন ব্যাট চালাচ্ছিলেন তলোয়াড়ের মতো। শেষ ওভারে গিয়েও থামেনি তার ঝড়। কিন্তু ১১ রানের সমীকরণ আর মেলাতে পারেননি। ৩০ বলে ৩টি চার ও ৫ ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর ঢাকা ৭ উইকেট হারিয়ে ১৭০ রানে থামে।

বল হাতে রংপুরের গতি তারকা নাহিদ রানা ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩টি উইকেট নেন। ফাহিম আশরাফ ৪ ওভারে ৪৩ রানে নেন ২টি উইকেট।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে মালান ও হৃদয় ১৪ ওভারে তোলেন ১২৬ রান। এই রানে মালান ফিরেন ৪৯ বলে ৮টি চার ও ৪ ছক্কায় ৭৮ রান করে। ১৫৯ রানের মাথায় আউট হন হৃদয়ও। তিনি ৪৬ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৬২ রান করেন। এরপর কাইল মেয়ার্সের ১৬ বলে ১ চার ও  ২ ছক্কায় করা ২৪ ও খুশদীল শাহর অপরাজিত ৫ রানে ভর করে ১৮১ রানের সংগ্রহ পায় রংপুর।

বল হাতে ঢাকার মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মারুফ মৃধা। ম্যাচসেরা হন মালান।

এই জয়ে ৯ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে রংপুর। অন্যদিকে ৯ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ঢাকা।