সারা বাংলা

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক আদর্শ: দীপেন

বিএনপির কেন্দ্রীয় সহ ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি আসনের ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান বলেছেন, ‘‘বেগম খালেদা জিয়া সাধারণ রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন রাজনৈতিক আদর্শ। বাংলাদেশে সামরিক এবং বেসামরিক স্বৈরতন্ত্র বিরোধী সংগ্রামে তার অবদান অনন্য। দেশপ্রেমকে তিনি আজীবন লালন করেছেন।’’

দীপেন দেওয়ান খালেদা জিয়ার সেই আর্দশ বুকে ধারণ করে তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাঙামাটির কাউখালীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দীপন দেওয়ান।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবের সঞ্চলনায় আলোচনা সভায় খালেদা জিয়ার স্মৃতিচারণ করে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সহ-সভাপতি মহিউদ্দিন, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, জেলা তাঁতীদলের আহ্বায়ক মো. শফিসহ বিভিন্ন স্তরের নেতারা। 

সভায় অন্যান্য বক্তারা বলেন, ‘‘জাতির এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, পরামর্শ ও দিকনির্দেশনা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু তার আদর্শ চির অম্লান। এ দেশের মানুষ অনন্তকাল তাকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করবেন। কারণ যদি বাংলাদেশকে ভালো থাকতে হয়, তাহলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে। তার আদর্শই হবে আগামীর বাংলাদেশের চালিকাশক্তি।’’  

বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নের কারিগর তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।