নির্বাচনি আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৭টায় রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিকেলে দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ রাত ৭টায় সংবাদ সম্মেলন হবে। এতে নির্বাচনি আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বলবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।