চুয়াডাঙ্গায় দিন দিন শীতজনিত রোগ বাড়ছে। রোটাভাইরাস, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। ধারণক্ষমতার চেয়ে পাঁচ গুণ বেশি রোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ জনের জায়গায় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। এতে শয্যা ও ওষুধের সঙ্কট দেখা দিয়েছে। রোগীরা বেড না পেয়ে কষ্ট করে মেঝেতে থেকেই চিকিৎসাসেবা নিচ্ছে।
শনিবার (১৭ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেড় শতাধিক রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে বেশিরভাগই শিশু।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার জানিয়েছেন, প্রতিদিনই ডায়রিয়া রোগী বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল ছাড়ছে ৩০ জন, ভর্তি হচ্ছে ৪০ থেকে ৫০ জন। লোকবল কম থাকায় রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে।