গোপালগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার ৪ সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বৌলতলী ফাঁড়ির পরিদর্শক মোল্লা আফজাল হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের পক্ষে নির্বাচনি প্রচার ও লিফলেট বিতরণের উদ্দেশে রাউতখামার গ্রামে যান মিনারুল শিকদারসহ ১০ সমর্থক। এ সময় তাদের বাধা দেন বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের সমর্থক অন্তর মোল্লা। পরে তার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লাঠিসোঁটা নিয়ে কামরুজ্জামান ভুঁইয়ার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।