নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-১ আসনে বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু ও জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) এই আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি সিভিল জজ মো. এহসানুল হক তাদের বিরুদ্ধে পৃথক কারণ দর্শানোর নোটিশ দেন।
নোটিশে উল্লেখ করা হয়, রফিকুল আলম মজনু নামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়ে নানা ধরনের পোস্টার, ব্যানার ও ভিডিও প্রচার করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। উপযুক্ত কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে আগামী বুধবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, ফেনী-১ এর অস্থায়ী কার্যালয়ে (সিনিয়র সিভিল জজ আদালত, ছাগলনাইয়া) সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।
পৃথক আরেক নোটিশে উল্লেখ করা হয়, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন এবং জননেতা কামাল ভাই ফেনী-১ নামের ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ভোট চেয়ে নানা ধরনের পোস্টার, ব্যানার ও গণসংযোগ কার্যক্রমের ভিডিও প্রচার করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। উপযুক্ত কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে আগামী বৃহস্পতিবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, ফেনী-১ এর অস্থায়ী কার্যালয়ে (সিনিয়র সিভিল জজ আদালত, ছাগলনাইয়া) সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, কারণ দর্শানোর নোটিশ জুডিশিয়ারি বিভাগ থেকে দেওয়া হয়েছে। জেলার তিনটি আসনের জন্য তিনজন সিভিল জজ এসব বিষয়ে দায়িত্ব পালন করছেন।