আইন ও অপরাধ

শ্যামপুরে ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকার শ্যামপুর এলাকার একটি ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ১২টার দিকে শ্যামপুর থানার পুলিশ ঢালকানগর এলাকার একটি ময়লার স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল সুমন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো ও সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি উদ্ধার করে। 

তিনি আরো জানান, মরদেহটি এতটাই ক্ষতিগ্রস্ত যে তা ছেলে না মেয়ে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।