ওয়াজ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করার অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে কয়েকশত নারী।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় এ ঝাড়ু মিছিল করা হয়। মিছিলটি বটতৈল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ঝাড়ু মিছিলে মুফতি আমির হামজার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, একটি ওয়াজ মাহফিলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও ধর্মীয় মাহফিলের পরিবেশের পরিপন্থী।
তারা বলেন, ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমির হামজার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে।
ঝাড়ু মিছিলের নেতৃত্বে থাকা জেসমিন খাতুন জানান, ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতভাবে উপস্থাপন করায় তারা ক্ষুব্ধ। এর প্রতিবাদ জানাতেই নারীরা ঝাড়ু মিছিলের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরেছেন। তারা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার পাশাপাশি আমির হামজাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
কুষ্টিয়া সদর আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু মিছিল করেছে, বিষয়টি আমিও জানতে পেরেছি। তবে, কাদের ব্যানারে হয়েছে, এ মুহূর্তে বলতে পারছি না।
এ বিষয়ে মুফতি আমির হামজা বলেছেন, আমি ক্ষমা চেয়েছি। ক্ষমা চাওয়ার ওপরে তো আর কিছু থাকে না।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবীর হোসেন মাতুব্বর বলেছেন, ঘটনার বিষয়ে শুনেছি। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।