ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আজ রবিবার মুখোমুখি হয়েছে নিউ জিল্যান্ড। ইন্দোরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের জোড়া সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ পেয়েছে সফরকারীরা। শুরুতে ও শেষে দ্রুত উইকেট হারিয়েও তারা ৮ উইকেটে ৩৩৭ রান করেছে।
ব্যাট করতে নেমে ৫৮ রানেই ৩ উইকেট হারায় নিউ জিল্যান্ড। হেনরি নিকোলস ০, ডেভন কনওয়ে ৫ ও উইল ইয়াং আউট হন ৩০ রান করে।
সেখান থেকে জুটি গড়েন ড্যালি ও ফিলিপস। চতুর্থ উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেন ২১৯ রান। দলীয় ২৭৭ রানের মাথায় ফিলিপস ফিরলে ভাঙে এই অনবদ্য জুটি। যাওয়ার আগে তিনি ৮৮ বলে ৯টি চার ও ৩ ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলে যান। ২৮৩ রানের মাথায় ফিরেন ড্যারিলও। তিনি ১৩১ বলে ১৫টি চার ও ৩ ছক্কায় করেন ১৩৭ রান। এরপর আরও তিনটি উইকেট হারালেও মাইকেল ব্রেসওয়েলের অপরাজিত ২৮ রানের ইনিংসে ভর করে নিউ জিল্যান্ড ৩৩৭ পর্যন্ত যায়।
বল হাতে ভারতের আরশদীপ সিং ও হরষিত রানা ৩টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।