বিনোদন

শফিক তুহিন-মিমির ‘ফড়িং প্রজাপতি’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন। গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন। স্টেজ শোয়ের পাশাপাশি নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করছেন। খ্যাতিমান শিল্পী ছাড়াও প্রতিশ্রুতিশীল শিল্পীদের জন্যও গান তৈরি করছেন। তারই ধারাবাহিকতায় নতুন গান উপহার দিলেন শফিক তুহিন।  

‘ফড়িং প্রজাপতি’ শিরোনামের গানটিতে শফিক তুহিনের সঙ্গে গেয়েছেন সাফিকা নাসরিন মিমি। এ গানের কথা লিখেছেন হায়াত কামাল। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন শফিক তুহিন। সংগীতায়োজন করেছেন সালমান জেইম। 

গানটি নিয়ে নির্মিত ভিডিও পরিচালনা করেছেন আলোচিত নির্মাতা চন্দন রায় চৌধুরী। মডেল হয়েছেন শফিক তুহিন ও সাফিকা নাসরিন মিমি। মিউজিক ভিডিওটি ‘সোল এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। 

এ গান সম্পর্কে শফিক তুহিন বলেন, “খুব মিষ্টি একটি গান ‘ফড়িং প্রজাপতি’। সাফিকা নাসরিন মিমি অসাধারণ গেয়েছেন। গানে তার বেশ দখল আছে। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে ভালো একটি সুর করার চেষ্টা করেছি। আর চন্দন রায় চৌধুরী ভালো একটি ভিডিও নির্মাণ করেছেন। সব মিলিয়ে শ্রোতাদের গানটি ভালো লাগবে।” 

শান্তি নিকেতন থেকে সংগীতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন কণ্ঠশিল্পী মিমি। শফিক তুহিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই শিল্পী বলেন, “এমন সুন্দর একটি গান করে দেওয়ার জন্য শফিক তুহিন ভাইকে ধন্যবাদ। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে।”