বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময়ই পার করছেন এই অভিনেত্রী। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা ধানুশের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল। এর আগে এ সম্পর্ককে কেবল ‘বন্ধুত্ব’ বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
কয়েক দিন আগে নতুন করে গুঞ্জন চাউর হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করবেন ম্রুণাল-ধানুশ। তবে এ নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে আছেন এই দুই তারকা। চৌদ্দ বছরের অভিনয় ক্যারিয়ারে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে ম্রুণাল ঠাকুরের। এ তালিকায় ধানুশের অবস্থান অষ্টম। চলুন জেনে নিই, ম্রুণালের বাকি সাত প্রেমিককে—
ম্রুণাল ঠাকুর ও ধানুশ
শরদ ত্রিপাঠি ম্রুণাল ঠাকুর তার টেলিভিশনে ক্যারিয়ারের শুরুর দিকে লেখক শরদ ত্রিপাঠির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। এ সম্পর্কের ব্যাপারে তারা সিরিয়াস ছিলেন। তারা দুজনেই জানিয়েছিলেন, তাদের মধ্যে গভীর সম্পর্ক ও দৃঢ় বন্ধন রয়েছে। সময়ের সঙ্গে ম্রুণালের ক্যারিয়ারের গ্রাফ ইতিবাচকভাবে পরিবর্তন হতে শুরু করে। এরই মাঝে তৈরি হয় মতপার্থক্য। ২০১৪ সালে গড়ে ওঠা এ সম্পর্ক ২০১৬ সালে ইতি টানেন শরদ-ম্রুণাল।
অরিজিৎ তানেজা শরদের সঙ্গে প্রেম ভাঙার এক বছর পর অর্থাৎ ২০১৭ সালে ম্রুণাল সম্পর্কে জড়ান তার সহঅভিনেতা অরজিতের সঙ্গে। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে তাদের সম্পর্কের সূত্রপাত। শুটিং সেটের বাইরেও তাদের ঘন ঘন একসঙ্গে দেখা যেত। এ নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন বাতাসে ভেসে বেড়ালেও প্রেমের সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি তারা; ২০১৮ সালে এ সম্পর্ক ভেঙে যায়।
ম্রুণাল ঠাকুর
কুশল ট্যান্ডন অভিনেতা অরিজেতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ম্রুণালের নাম জড়ায় টিভি অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে। মূলত, বন্ধুত্বপূর্ণ আচরণ ও সোশ্যাল মিডিয়ায় আদান-প্রদানের ব্যাপারটি বোঝার পরই নেটিজেনরা তাদের সম্পর্ক নিয়ে নানা চর্চা শুরু করেন। যদিও তারা কখনো বিষয়টি স্বীকার করেননি। তবে সেই সময়ে শোবিজ অঙ্গনে তাদের ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। ২০১৯ সালে এ সম্পর্কের যবনিকা টানেন এই যুগল।
বাদশা ভারতীয় র্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশার সঙ্গে নাম জড়িয়েছে ম্রুণাল ঠাকুরের। অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে সম্পর্ক ভাঙার এক বছর পর গায়ক বাদশার সঙ্গে নাম জড়ায় তার। বাদশার সঙ্গে ম্রুণালকে বহুবার একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে। পরবর্তীতে বাদশা এই গুঞ্জন উড়িয়ে জানান, তাদের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক নেই, শুধু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। ২০২১ সালে এ সম্পর্কের ইতি টানেন বাদশা-ম্রুণাল।
ম্রুণাল ঠাকুর
সিদ্ধান্ত চতুর্বেদী গায়ক বাদশার সঙ্গে সম্পর্কের ইতি ঘটার পর প্রায় দুই বছর ম্রুণালকে নিয়ে তেমন কোনো গুঞ্জন শোনা যায়নি। ২০২৩ সালে বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে নাম জড়ায় ম্রুণালের। বিশেষ করে প্রকাশ্যে একসঙ্গে ঘোরাঘুরি ও বন্ধুত্বপূর্ণ আচরণ তাদের প্রেমের গুঞ্জন জোরালো করে। ২০২৪ সাল পর্যন্ত তাদের নিয়ে নানা ধরনের গসিপ গণমাধ্যমে দেখা গেলেও দু’জনেই নীরব ছিলেন।
সুমন্ত তেলুগু সিনেমার অভিনেতা সুমন্তের সঙ্গে নাম জড়িয়েছে ম্রুণাল ঠাকুরের। তাদের একটি ছবি অন্তর্জালে ভাইরাল হওয়ার পর এ জুটির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ নিয়ে তাদের কেউ মুখ না খোলায়, ধীরে ধীরে এই জল্পনা থেমে যায়।
ম্রুণাল ঠাকুর
শ্রেয়াস আয়ার ভারতীয় শোবিজ অঙ্গনের তারকাদের সঙ্গে ক্রিকেটারদের প্রেম-বিয়ে নতুন কিছু নয়। ম্রুণাল ঠাকুরও তার ব্যতিক্রম নন। ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আয়ারের সঙ্গে ম্রুণালের প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা কম হয়নি। তবে দু’পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু না বলায়, বিষয়টি পুরোপুরি জল্পনার ফ্রেমে আটকে যায়।