ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের নুবল ও বিওবিও অঞ্চলে অন্তত ১৮ জনের মৃত্যুর নিশ্চিত খবর পাওয়া গেছে। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৫০ হাজার মানুষকে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, চিলির প্রেসিডেন্ট গ্যাবরিয়াল বোরিক প্রাণঘতী দাবানল ছড়িয়ে পড়তে থাকা দুটি অঞ্চলে ‘বিপর্যয়কালীন অবস্থা’ ঘোষণা করেছেন। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে মাঠে নামাতে যাচ্ছে সরকার।
চিলির বন সংস্থা কোনাফ জানিয়েছে, রবিবার (১৮ জানুয়ারি) দেশজুড়ে মোট ২৪টি স্থানে আগুন নেভাতে দমকলকর্মীরা কাজ করেছেন। এর মধ্যে নুবল ও বিওবিও অঞ্চলের পরিস্থিতিই সবচেয়ে ভয়াবহ। এই দুই অঞ্চলে এখন পর্যন্ত সাড়ে ৮ হাজার হেক্টর (২১ হাজার একর) বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। দুই শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
প্রেসিডেন্ট বোরিক সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে বলেন, “ভয়াবহ দাবানল অব্যাহত থাকায় আমি দুই অঞ্চলে ‘বিপর্যয়কালীন অবস্থা’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি মোকাবিলায় সব সম্পদ কাজে লাগানো হচ্ছে।”
দেশটির কর্মকর্তারা জানান, এই ঘোষণার ফলে চিলির সশস্ত্র বাহিনীকে উদ্ধার ও আগুন নেভানোর কাজে মোতায়েন করার আইনি সুযোগ তৈরি হয়েছে।
দমকলকর্মীদের মতে, প্রবল বাতাস ও গ্রীষ্মকালীন প্রচণ্ড তাপপ্রবাহের কারণে আগুন নেভানোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সান্তিয়াগো থেকে বিওবিও পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘস্থায়ী খরার কারণে সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে বেশ কিছু বিধ্বংসী দাবানলের ঘটনা ঘটেছে। মাত্র দুই বছর আগে সান্তিয়াগোর কাছে ভালপারাইসো অঞ্চলে দাবানলে অন্তত ১২০ জন প্রাণ হারিয়েছিলেন।