ক্যাম্পাস

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে উইন্টার ফোক ফেস্ট সম্পন্ন

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী উইন্টার ফোক ফেস্ট সিজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) এ উৎসবের সমাপ্তি ঘটে।

রবিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রো ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী। এছাড়াও, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আশরাফুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, কালচারাল ক্লাবের সদস্য ও শিক্ষার্থীরা।

উৎসবটি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শীতকালীন লোকসংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের মাধ্যমে ক্যাম্পাসজীবনে ভিন্নমাত্রা যোগ করে।