আন্তর্জাতিক

সিরিয়া থেকে ২৫০টি ছাগল চুরি করল ইসরায়েলি সৈন্যরা

ইসরায়েলি সামরিক বাহিনীর গোলান ব্রিগেডের সৈন্যরা সিরিয়ার ভূখণ্ড থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে গেছে। 

রবিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জর্ডানের সংবাদমাধ্যম রোয়া নিউজ। 

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, প্রায় দুই সপ্তাহ আগে সিরিয়ার ভেতরে একটি অভিযান চলাকালীন এই ঘটনা ঘটে।

অধিকৃত গোলান মালভূমিতে অবস্থানরত ইসরায়েলের ওই ব্যাটালিয়নটি সিরীয় কৃষকদের মালিকানাধীন একটি ছাগলের পাল শনাক্ত করে ও ট্রাক ব্যবহার করে সেগুলোকে চুরি করে নিয়ে যায়।

ছাগলগুলোকে প্রথমে ‘ইসরায়েলি’ ভূখণ্ডে আনা হয় এবং পরবর্তীতে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন বসতিতে থাকা খামারে স্থানান্তর করা হয়।

২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতনের পর ‘ইসরায়েলি’ বাহিনী দক্ষিণ সিরিয়ার কিছু অংশ দখল করে নেয়।

পাচারের বিষয়টি জানাজানি হয় স্থানান্তরের পরের দিন সকালে। গোলান মালভূমির একজন স্থানীয় কৃষক প্রধান সড়কের পাশে ডজন ডজন ছাগল ঘুরে বেড়াতে দেখে ইসরায়েলি সামরিক বাহিনীকে (আইডএফ) অবহিত করেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, এর পরপরই ইসরায়েলের সামরিক পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে।

নিখোঁজ পশুগুলোর সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। জানা গেছে, প্রায় ২০০টি ছাগল এখনো ইসরায়েল ও পশ্চিম তীরের বিভিন্ন খামারে কোনো রকম চিহ্ন বা টিকাদান ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।

তদন্তের পরিপ্রেক্ষিতে সামরিক বাহিনী এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এ ঘটনায় স্কোয়াড কমান্ডারকে পদচ্যুত করা হয়েছে, কোম্পানি কমান্ডারকে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে এবং পুরো দলটিকে দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

টিকাবিহীন এবং অচিহ্নিত এই ছাগলগুলো স্থানীয় গবাদি পশুর জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে- এমন আশঙ্কায় ইসরায়েলের কৃষি মন্ত্রণালয়ও এই তদন্তে যুক্ত হয়েছে।