সারা বাংলা

হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরিফ উসমান হাদির হত্যাকারীদের বিচারকাজে বিন্দুমাত্র কালক্ষেপণ করা হবে না। চার্জশিট আদালতে গৃহীত হওয়ার পরপরই বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধি করার বিষয়ে মতবিনিময় সভায় এক ভোটারের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে জমা হয়েছে। যারা হাদি হত্যা মামলার বাদী, তারা এ তদন্ত প্রতিবেদনের বিপক্ষে নারাজি পিটিশন দিয়েছেন। তারা তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট না। আদালত তো তাদের অসন্তুষ্ট করে তদন্ত রিপোর্ট নিতে না পারেন না। তারা নারাজি পিটিশন দেওয়ার কারণে পুলিশের আরেকটি সংস্থাকে পূর্ণাঙ্গ তদন্ত করতে বলেছেন আদালত।

আসিফ নজরুল বলেন, যে মুহূর্তে চার্জশিট গৃহীত হবে, তখন বিচারকার্য শুরু হবে। বিচারকাজে বিন্দুমাত্র কালক্ষেপণ করা হবে না।