রাঙামাটিতে রাজনৈতিক দল জাতীয় নাগরিক দল (এনসিপি) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বিএনপি রাঙামাটি জেলা কার্যালয়ে এনসিপি রাঙামাটি জেলা কমিটির সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে রাঙামাটি জেলা ও জুরাছড়ি উপজেলা এনসিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলায় বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান। এছাড়াও তার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট দীপেন দেওয়ানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তারা। এ সময় দীপেন দেওয়ান বলেন, ‘‘জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে উনারা বিএনপিতে যোগ দিয়েছেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে আস্থা রাখছেন তারা। আমি তাদের অভিনন্দন জানাই।’’
বিএনপিতে যোগ দেওয়ার পর সুকুমার দেওয়ান বলেন, ‘‘এনসিপিতে আমরা নেতৃত্ব শূন্যতায় ছিলাম, তাই আমিসহ আমার নেতৃত্বে ৫০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছি। ভবিষ্যতে আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে কাজ করব।’’
নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, এই যোগদানের মাধ্যমে রাঙামাটিতে দল আরো শক্তিশালী হবে এবং আন্দোলন-সংগ্রামে নতুন গতি আসবে।