বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ( বেরোবি) ব্রাকসু, শাকসুসহ বিভিন্ন ছাত্রসংসদ নির্বাচন বানচালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় ‘হারার ভয়ে খেলে না,সেই কথা তো বলে না’সহ নানান স্লোগান দেন তারা।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বেরোবির প্রধান ফটকে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি প্রধান ফটক হতে কৃষ্ণচূড়া রোড হয়ে শহীদ আবু সাঈদ গেট প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশে ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান এবং নির্বাচন প্রক্রিয়া বার বার বাধাগ্রস্ত করার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এতে মেহেদী হাসান বলেন, “জাতি দেখতে পাচ্ছে কারা ছাত্র সংসদগুলোকে প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না। শেখ হাসিনা ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। সেই ধারাবাহিকতায় ক্যাম্পাসগুলো শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু নতুন একটি দল নব্য ফ্যাসিস্ট হওয়ার চিন্তা ভাবনা করছে।বাংলাদেশের প্রশাসন কে বলতে চাই আজকে যে শাকসু নির্বাচন বন্ধ করলেন আপনাদের উপর আমরা কিভাবে আস্হা রাখবো।”
আশিকুর রহমান বলেন, “আমরা দেখেছি, পেশিশক্তি প্রয়োগ করে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখনো কোনো দল ক্ষমতায় না এসেই যদি এমন আচরণ করে, তা উদ্বেগজনক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা—ছাত্র-জনতার আন্দোলনের কারণেই আপনারা এই জায়গায় পৌঁছেছেন। অথচ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ছাত্র সংসদ গঠন আজও উপেক্ষিত। আমাদের দাবি পরিষ্কার—প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শাকসু নির্বাচন ২০ তারিখেই করতে হবে এবং ব্রাকসু নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী আয়োজন করতে হবে।”
উল্লেখ্য, হাইকোর্টের রিটে শাকসু নির্বাচন স্থগিত হয়।