সারা বাংলা

দেশ আইসিইউতে চলে গিয়েছিল: সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘‘প্রায় শুনি, দেশে কী হচ্ছে বা অন্তর্বর্তী সরকার কোনো কাজ করছে না। কিন্তু, কাজ যে হচ্ছে না, তা নয়। হয়তো আপনারা সম্মুখে বুঝতে পারছেন না। অনেকে বলে, দেশ আইসিইউতে চলে গিয়েছিল; এটি কিন্তু যথার্থ। একটি ব্যাংকে ৪০ হাজার কোটি টাকা জমা আছে, সেখান থেকে ৩২ হাজার কোটি টাকা নাই। এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আমাদের উপরও এ প্রভাব পড়েছে, আগামী সরকারের উপরও পড়বে। তবুও বিভিন্ন প্রতিকূলতার মাঝে বিশ্বে এখনো বাংলাদেশের একটি ভালো ইমেজ রয়েছে।’’

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামনে অনেক চ্যালেঞ্জ উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘সামনে অনেক চ্যালেঞ্জ, অস্বীকার করার সুযোগ নেই। আরো কঠিন পথ সামনে আছে। সেটি আমরা এগিয়ে নেব। সকলে হ্যাঁ ভোট ও সঠিক প্রার্থীকে নির্বাচিত করবেন। এটির মাধ্যমে এবারের নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে। নির্বাচন হবে, কোনো কিছুই নির্বাচন আটকাতে পারবে না। নির্বাচনে বাধা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।’’

ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এ সময় পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাইযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।