রাজনীতি

বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে: তারেক রহমান

বিএনপি মানুষের জন্য রাজনীতি করে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে কড়াইলবাসীর আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, “বিএনপি যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে সেজন্য সবার কাছে দোয়া চাই। দালানে থাকা মানুষদের সন্তানদের মতো বস্তিবাসীদের সন্তানরাও যাতে শিক্ষা পেতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে চায় বিএনপি।”

নারীদের মাধ্যমে পরিবারগুলোকে সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন,“কড়াইলসহ দেশের মানুষের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি।”

কড়াইলের বস্তিবাসির জন্য ছোট ছোট ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ায় মোনাজাতে অংশ নেন তিনি।

মোনাজাত পরবর্তী দ্বিতীয় দফায় বক্তব্যে কড়াইবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, “নির্বাচনি প্রচার শুরু হলে সারা দেশের মানুষের কাছে যেতে হবে।আগামীকাল দুই দিন আমি আপনাদের এই এলাকায় থাকতে পারব না। আমি এলাকার সন্তান হিসেবে এই আবদার রেখে গেলাম, আপনারা আমরা বার্তা পৌঁছে দেবেন। আমি আজকে যা বললাম তা যারা আজকে আসতে পারেনি তাদের কাছে পৌঁছে দেবেন।”

কড়াইল বস্তির সভাপতি আবদুল মালেক বলেন, “আমাদের এলাকায় পানি, বিদ্যুৎ, গ্যাস সমস্যা রয়েছে। আমাদের দাবি এসব সমস্যার সমাধান চাই।”

কড়াইল বস্তির সাধারণ সম্পাদক আঁখি আকতার বলেন, “কড়াই বস্তিতে আগুল লেগে যাতে আর না পুড়ে তার ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাই।”

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মহাফিলের আয়োজন করে কড়াইবাসী। এতে আরো যোগ দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, নাজিম উদ্দীন আলম, যুবদল ঢাকা মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল প্রমুখ।