অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শেষ পর্যন্ত প্রকৃতির কাছে হার মানল। বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার গ্রুপ পর্বের এই ম্যাচটি টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। জিম্বাবুয়ের স্থানীয় সময় বিকেল ৩টায় আম্পায়াররা আনুষ্ঠানিকভাবে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেন।
বুলাওয়ায়োতে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল বৃষ্টির হুমকিতে। সকাল থেকে বৃষ্টির কারণে নির্ধারিত সময়মতো টস করা সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পর স্থানীয় সময় সকাল ১০টায় টস অনুষ্ঠিত হয়। বৃষ্টির প্রভাবে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৪৭ ওভারে। টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
টস হেরে ব্যাট করতে নামে নিউ জিল্যান্ড। শুরুটা তুলনামূলক সতর্কভাবেই করে কিউইরা। ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫১ রান। তবে ইনিংসের মাঝপথেই আবার হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ হয়ে যায় এবং এরপর একাধিকবার মাঠ পরিদর্শন করেও ম্যাচ পুনরায় শুরু করা সম্ভব হয়নি।
বৃষ্টির মাঝে মাঠকর্মীরা সুপার সপার ব্যবহার করে পানি সরানোর চেষ্টা করেন, আম্পায়াররা দুই অধিনায়কের সঙ্গে আলোচনা করেন এবং একাধিকবার পরিদর্শনের সময় নির্ধারণ করা হয়। কখনো বৃষ্টি থামে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। পিচ ঢেকে রাখা হয় কাভারে, কখনো তা সরানো হয়। কিন্তু আকাশের অনিশ্চয়তা শেষ পর্যন্ত কাটেনি।
দীর্ঘ অপেক্ষার পর বিকেল ৩টায় সিদ্ধান্ত আসে- ম্যাচটি আর মাঠে গড়াচ্ছে না। ফলে নিয়ম অনুযায়ী ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দলকেই পয়েন্ট ভাগ করে নিতে হয়।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও বৃষ্টির প্রভাব ছিল বাংলাদেশের ওপর। ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ডিএলএস পদ্ধতিতে সংশোধিত লক্ষ্যে ব্যাট করে ১৮ রানে হেরে যায় বাংলাদেশ। অন্যদিকে, নিউ জিল্যান্ডও তাদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাত্র এক ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল, এরপরই বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়।
সব মিলিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা যেন পুরোপুরি বৃষ্টিনির্ভর। দুই ম্যাচেই প্রকৃতির বাধায় স্বাভাবিক লড়াইয়ের সুযোগ পায়নি যুব টাইগাররা। দুই ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। পরের ম্যাচে শুক্রবার যুক্তরাষ্ট্রের যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।