সারা বাংলা

গাজীপুরে ভোটের মাঠে ৪২ প্রার্থী 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পর্যন্ত গাজীপুর জেলার পাঁচটি আসনে মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে ৪২ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রইলেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। ৮ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি। 

প্রার্থিতা প্রত্যাহার করেছেন, গাজীপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী আল আমিন,  গাজীপুর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ হোসেন আলী, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন সরকার, আমার বাংলাদেশ পার্টির প্রার্থী আব্বাস ইসলাম খান ও খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার রুহুল আমিন, গাজীপুর-৩ আসনের আমার বাংলাদেশ পার্টির কৌশিক আহমেদ, জামায়াতে ইসলামীর জাহাঙ্গীর আলম এবং গাজীপুর-৫ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রুহুল আমিন। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ৮ জন প্রার্থী প্রত্যাহারপত্র জমা দেন। ফলে ৪২ জন প্রার্থী নির্বাচনের মাঠে আছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা ম্যাজিস্ট্রেট পরিস্থিতি মনিটরিং করছেন।’’

গাজীপুরে ৫টি সংসদীয় আসনে মোট ভোটার ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৪ হাজার ৩৪৮ জন, নারী ভোটার ১৩ লাখ ৭৩ হাজার ৮৬৭ জন ও হিজড়া ভোটার ৩৪ জন। মোট ভোটকেন্দ্র ৯৩৫টি, মোট ভোটকক্ষ ৫ হাজার ১৭৩ টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৩৭৩টি।