মনোনয়নপত্র প্রত্যাহার না করার দাবিতে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল খানকে জামায়াতের অফিসে তালাবদ্ধ করে রাখেন নেতাকর্মী ও সমর্থকেরা। ফলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
বিক্ষোভকারী নেতাকর্মীরা জানান, সুনামগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন গত বছরের ৫ আগষ্টের পর হাওরে হাওরে ঘুরে বেরিয়েছেন। তিনি ভোটারদের কাছে পরিচিত। কিন্তু হেভিওয়েট এই প্রার্থীকে বাদ দিয়ে ১০ দলীয় জোটের প্রার্থী করা হয় নেজামে ইসলামের প্রার্থী মাওলানা মোজাম্মেল হককে। এরই প্রতিবাদে কর্মী-সমর্থকরা মাওলানা তোফায়েল আহম্মেদ খান যেন মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারেন, সেই জন্য তাকে জেলা কার্যালয়ে তালাবদ্ধ করে রাখে।
বিক্ষোভকারী নেতা শাহিন বলেন, ‘‘সুনামগঞ্জ-১ আসনে তোফায়েল আহম্মেদ খানের বিকল্প নেই। যাকে জোটের প্রার্থী করা হয়েছে, তাকে কেউ চেনে না। মানুষের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। সুনামগঞ্জ-১ আসনে আমরা এমন প্রার্থী চাই না।’’
আরেক নেতা খায়রুল বাশার বলেন, ‘‘সুনামগঞ্জ-১ আসনে আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক তোফায়েল আহম্মেদ খানকেই চাই। তিনি না হলে এই আসনে আমরা জোটের প্রার্থীকে চাই না। প্রয়োজনে এই আসন উন্মুক্ত করা হোক।’’
সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা তোফায়েল খান বলেন, ‘‘দীর্ঘদিন ধরে ভোটের মাঠে কাজ করেছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। ভোটারদের আশা-আকাঙ্ক্ষা আমাকে ঘিরে। তাদের আবেগ, ভালোবাসাকে শ্রদ্ধা জানাই।’’