সারা বাংলা

সাতক্ষীরা-৩: মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির স্বতন্ত্র প্রার্থী

সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল ইসলাম। ফলে জেলার চারটি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-১ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এই আসনে প্রার্থীরা হলেন-  বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. ইজ্জতুল্লাহ, ইসলামি আন্দোলনের শেখ মো. রেজাউল ইসলাম, জাতীয় পার্টির জিয়াউর রহমানসহ পাঁচজন।

সাতক্ষীরা-২ আসনে এলডিপি ও এবি পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ আসনে প্রার্থীরা হলেন- বিএনপির আব্দুর রউফ, জামায়াতে ইসলামীর মুহাদ্দিস আব্দুল খালেক, জাতীয় পার্টির আশরাফুজ্জামান, বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী, ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম।

সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে মনোনয়পত্র প্রত্যাহার করেননি কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল ইসলাম। তিনি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। এই আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন, জামায়াতে ইসলামীর হাফেজ রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী ও বিএমজেপির রুবেল হোসেন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে গণঅধিকার পরিষদের এইচএম গোলাম রেজা মনোনয়নপত্র প্র্ত্যাহার করেছেন। এ আসনে বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতে ইসালামীর জিএম নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।