জাতীয়

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে ২৯৮টি আসনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এই কার্যক্রম পরিচালনা করছেন।

সকাল ১০টায় রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটেও প্রতীক বরাদ্দ শুরু হয়। এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। সেসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ২ হাজার ৫৮৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়ন বাতিল হয়। পরে আপিলে ৪৩১ জন প্রার্থিতা ফিরে পান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত ৩০৫ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৯৬৭ জন। তাঁদের মধ্যেই বর্তমানে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

তবে আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। ফলে এসব আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আরো বাড়তে পারে।