সারা বাংলা

তারেক রহমানের নির্বাচনি প্রচার, মৌলভীবাজারে উৎসবের আমেজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের শুরুর দিনেই বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান মৌলভীবাজারে প্রচার চালাবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জনসভা করবেন তিনি। এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে  উৎসবের আমেজ বিরাজ করছে।

আগামীকাল বৃহস্পতিবার সিলেটে প্রথম জনসভার পর মৌলভীবাজারে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরের আইনপুর খেলার মাঠে তিনি জনসভায় যোগ দেবেন। এ উপলক্ষে প্রস্তুতি প্রায় সম্পন্ন।

জনসভাকে সফল করার জন‍্য নিয়মিত মাঠ পরিদর্শন করছেন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার তারেক রহমান প্রথমে সিলেটের আলিয়া মাদরাসা ময়দানে নির্বাচনি প্রচারণার প্রথম জনসভায় যোগ দেবেন।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস‍্য বিএনপি নেতা মিজানুর রহমান বলেন, “আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হওয়ার পথে। ১৭ বছর পর আমাদের নেতা আমাদের মাঝে আসছেন। এই সংবাদে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা উজ্জিবিত হয়েছেন। মৌলভীবাজারের চারটি আসনে প্রার্থীরা এই জনসভায় যোগ দেবেন।”

তিনি আরো বলেন, “জনসভার নিরাপত্তা রক্ষায় আইনশৃংখলা বাহিনী তৎপর রয়েছে। আমরা মনেকরি এই জনসভায় প্রচুর লোকের আগমন ঘটবে।”