অর্থনীতি

২০ লাখ শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার চেয়ারম্যান

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির চেয়ারম্যান শেয়ার ক্রয় করার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী। তিনি কোম্পানিটির ২০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক ও ব্লক মার্কেটে উল্লিখিত পরিমাণ ক্রয় সম্পন্ন করবেন কোম্পানিটির এই পরিচালক।

প্রসঙ্গত, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০টি। সর্বশেষ ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৩.৫৯ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪.৪৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১৪.৬০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭.৩২ শতাংশ শেয়ার রয়েছে।