দীর্ঘ দুই দশক পর সিলেটের দক্ষিণ সুরমায় শ্বশুরবাড়িতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে তিনি স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক নিবাসে স্বল্প সময়ের জন্য অবস্থান করবেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, তারেক রহমান দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে ওই বাড়িতে এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন। ২০০৪ সালে তিনি সেখানে প্রথমবারের মতো যান। প্রায় ২১ বছর পর তাঁর সফর ঘিরে এলাকায় উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের আত্মীয়-স্বজনেরা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছেন। জামাতার আগমন উপলক্ষে পারিবারিক পরিসরে আপ্যায়নের আয়োজন রাখা হয়েছে। বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়ার ব্যবস্থাও থাকছে।
তারেক রহমান ও জুবাইদা রহমানের বিয়ে হয় ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি। জুবাইদা রহমানের বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনী প্রধান ছিলেন। তিনি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
শ্বশুরবাড়িতে তারেক রহমানের আগের সফরের কথা স্মরণ করে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘‘সেই সফরে তারেক রহমানের সঙ্গে ছিলেন গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘদিন পর সেই বাড়িতে যাওয়া দক্ষিণ সুরমার মানুষের জন্য আবেগঘন ঘটনা। তাঁরা সিলেটের জামাতাকে এক নজর দেখতে মুখিয়ে আছেন।’’
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেলে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন।
সিলেটের কর্মসূচি শেষ করে তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি জনসভায় অংশ নেবেন। তারেক রহমান এ সব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।