ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য বগুড়া জেলা কারাগার থেকে ৭৮ জন বন্দি রেজিস্ট্রেশন করেছেন। বুধবার (২১ জানুয়ারি) বগুড়া জেলা কারাগারের জেলার নূরুল মুবীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বন্দিদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধে সেন্ট্রাল মাইকে ঘোষণা দেওয়া হয়। এছাড়া, প্রতিটি ওয়ার্ডে গিয়েও উৎসাহ দেওয়া হয়। এতে যারা আগ্রহ প্রকাশ করেছেন তাদের তালিকা করা হয়। পরে রেজিস্ট্রেশন করা হয়। এক্ষেত্রে কাউকে জোর করা হয়নি।
নূরুল মুবীন বলেন, মোট ৮৭ জন বন্দি রেজিস্ট্রেশনে আগ্রহী হন। তবে সাতজনের জাতীয় পরিচয়পত্রে ত্রুটি থাকায় তাদের রেজিস্ট্রেশন সম্ভব হয়নি। পরবর্তীতে ৮০ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে, একজন জামিন পেয়েছেন এবং এক বন্দিকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, বগুড়া জেলা কারাগার থেকে ৭৮ জন বন্দি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে ৭ জন নারী বন্দি রয়েছেন। বগুড়া জেলা কারাগারে বন্দির সংখ্যা ১ হাজার ৯৭৫ জন।
নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য ৪৫ জন কারা কর্মকর্তা ও কর্মচারী রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন নূরুল মুবীন। তিনি জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দী, কর্মকর্তা, কর্মচারীদের ভোট কাস্টিং করা হবে। পরবর্তীতে ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠানো হবে।