রাজনীতি

মাইলস্টোনে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে তারেক রহমান

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। এ সময় কার্যালয়ের সামনে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় ছিলেন। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি তাদের কাছে গিয়ে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

তারেক রহমান বলেন, “আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে এবং নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায্য দাবি পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা এ সময় চিকিৎসা ব্যয় বহনে অক্ষমতা, পর্যাপ্ত সরকারি সহায়তার অভাবসহ নানা অভিযোগ তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর তারেক রহমান সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।”

আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ সহায়তা দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান।

এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তারেক রহমান বলেন, “বিএনপি সব সময় মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের পাশে থাকতে চায়।”