জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বানের বিষয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন
তিনি বলেছেন, গণভোট নয়, আগামী নির্বাচনে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকেই না বলবে বাংলার জনগণ।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা রিটার্নিং কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় থেকে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছিলাম। কিন্তু, বিষয়টি আমলে নেওয়া হয়নি। এবার নির্বাচনে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে।
এ সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। লেভেল প্লেয়িং ফিল্ড পেলে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে রংপুর-৪ থেকে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আখতার।