মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং জুলাই গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু হচ্ছে।
এ উপলক্ষে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু হবে। এই কর্মসূচিতে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্নাসহ সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
আগামী ২৩ জানুয়ারি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির ‘কাস্তে’ প্রতীকে মোট ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন-সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন (নরসিংদী-৪), সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন (কুমিল্লা-৫), প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক (ফরিদপুর-৩), জলি তালুকদার (নেত্রকোনা-৪), কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ (গাইবান্ধা-২), অ্যাডভোকেট মন্টু ঘোষ (নারায়ণগঞ্জ-৫), অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত (ময়মনসিংহ-৪), ডা. ফজলুর রহমান (নওগাঁ-৪), ডা. সাজেদুল হক রুবেল (ঢাকা-১৫), আনোয়ার হোসেন রেজা (সিরাজগঞ্জ-২), মানবেন্দ্র দেব (গাজীপুর-৪), কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আনোয়ার হোসেন সুমন (সিলেট-১), হাফিজুল ইসলাম (নারায়ণগঞ্জ-২), আশরাফুল আলম (পঞ্চগড়-২)।
এছাড়া খুলনা, ঠাকুরগাঁও, নওগাঁ, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, চট্টগ্রাম, ঢাকা মহানগর, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চাঁদপুর, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, ফরিদপুর, পাবনা, ময়মনসিংহ, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, কুষ্টিয়া, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, গোপালগঞ্জ, মাদারীপুর, যশোর ও বগুড়াসহ বিভিন্ন জেলার প্রার্থীরা নিজ নিজ আসনে ‘কাস্তে’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে, সিপিবি রংপুর জেলা কমিটির নেতা মো. কামরুজ্জামানের রংপুর-৬ আসনের প্রার্থিতা সংক্রান্ত বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।