বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল (র.)-এর মাজারে পৌঁছেছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে জিয়ারতের জন্য মাজারে পৌঁছান তিনি।
এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার আগে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি ও সফরসঙ্গীরা।
সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের শীর্ষ নেতারা।
আগের মতো এবারো নির্বাচনি রাজনীতির প্রচলিত রীতি অনুসরণ করে বিএনপি তাদের নির্বাচনি কার্যক্রমের সূচনা করছে সিলেট থেকে। সিলেটে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান।
রাতেই হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত শেষে বৃহস্পতিবার সকালে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারের নামবেন বিএনপি চেয়ারম্যান।