সারা বাংলা

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৩ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় টাঙ্গাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী ও চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদ স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বতন্ত্র প্রার্থী হয়ে হরিণ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

দীর্ঘ ১৩ বছর পর ২০২২ সালের ১ নভেম্বর টাঙ্গাইল জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফরহাদ ইকবাল।