রাজনীতি

শাহজাজাল (র.)-এর মাজার জিয়ারত ও সেখানে নামাজ আদায় তারেক রহমানের

দীর্ঘ ২১ বছর পর শ্বশুরবাড়ি ও পূণ্যভূমি সিলেটের মাটিতে পা রেখে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজার জিয়ারত করে মোনাজাতে অংশ নিয়ে মাজার প্রাঙ্গণের মসজিদে এশার নামাজ আদায় করেন তিনি।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। রাত ৭টা ৫৭ মিনিটে তাকে বহনকারী বিজি-২২৭ নম্বর ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত ৮টার দিকে ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে সংযুক্ত হলে তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নামেন।

সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল রঙের একটি বাসে করে সরাসরি হযরত শাহজালাল (র.)-এর মাজারে যান তারেক রহমান। মাজার প্রাঙ্গণে তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় জমায়। মাজারের প্রবেশপথে হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন বিএনপি চেয়ারম্যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নিতে তারেক রহমান সিলেট সফরে এসেছেন।

মাজার জিয়ারত শেষে তিনি খাদিমনগরে হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেছেন। এরপর দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে অবস্থিত তার প্রয়াত শ্বশুর মাহবুব আলী খানের বাড়িতে যাবেন। সেখানে কিছু সময় অবস্থানের পর তিনি নগরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে রাত্রিযাপন করবেন।

বৃহস্পতিবার সকালে তিনি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। ওই জনসভার মধ্য দিয়েই বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।

২০০৪ সালের পর এই প্রথম সিলেট সফর করছেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সিলেট সফর। শুধু তাই নয়, ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার বাইরেও এটি তার প্রথম সফর।