জাতীয়

বিমানবন্দর এলাকায় বাস দুর্ঘটনায় চালকের মৃত্যু

ঢাকার বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বেলাল দেওয়ান (৬৯) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের হেলপার আহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থানাধীন র‍্যাব-১ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় সহকর্মী ও স্থানীয়রা বেলাল দেওয়ানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসের হেলপার জুবায়দুল আকন্দ জানান, বেলাল দেওয়ান গাইবান্ধাগামী ওরিন এন্টারপ্রাইজ পরিবহনের চালক ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি মহাখালী থেকে কয়েকজন যাত্রী নিয়ে গাইবান্ধার উদ্দেশে রওনা হন। ফ্লাইওভার দিয়ে উত্তরের দিকে নামার সময় ঢালে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক বেলাল দেওয়ান স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে গুরুতর আহত হন।

নিহত বেলাল দেওয়ানের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানার দক্ষিণ পাইটকাপাড়া গ্রামে। তিনি মৃত গজনবি দেওয়ানের ছেলে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।