নগরজীবনের দ্রুতগতির ছকে ভালোবাসা এখন আর আগের মতো সরল নয়। কাজের চাপ, ব্যক্তিগত স্বপ্ন, সময়ের অভাব আর ‘নিজের স্পেস’-এর প্রয়োজন মিলিয়ে সম্পর্কের ভাষা বদলে যাচ্ছে প্রতিনিয়ত। একসঙ্গে থেকেও মানুষ যেন ধীরে ধীরে আলাদা হয়ে পড়ছে। এই বাস্তবতাকেই গল্পের কেন্দ্রে রেখে ঈদুল ফিতরের দর্শকদের সামনে নিয়ে আসছে হইচই অরিজিনাল ফিল্ম ‘একসাথে আলাদা’। এতে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা। পরিচালনা করেছেন রেজাউর রহমান।
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো এক ঘণ্টার সিনেমার নতুন ফরম্যাট চালু করতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। দীর্ঘ সিরিজ আর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মাঝামাঝি এই ফরম্যাটে কীভাবে একটি পূর্ণাঙ্গ আবেগী অভিজ্ঞতা দেওয়া যায়, সেই পরীক্ষায় নামছে নির্মাতা ও প্ল্যাটফর্ম।
‘একসাথে আলাদা’ শুধু প্রেমের গল্প নয়; এটি শহুরে সম্পর্কের টানাপড়েনের একটি বাস্তব প্রতিচ্ছবি। ভালোবাসা থাকা সত্ত্বেও কেন মানুষ একে অপরের থেকে দূরে সরে যায়, আবার সেই দূরত্ব থেকেই কীভাবে জন্ম নেয় নতুন উপলব্ধি—সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছে সিনেমাটি।
এতে আরো অভিনয় করেছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ একঝাঁক অভিজ্ঞ শিল্পী, যাঁদের উপস্থিতি গল্পের আবেগ ও বিশ্বাসযোগ্যতাকে আরও গভীর করেছে।
গল্পের প্রেক্ষাপট ব্যাখ্যা করে রেজাউর রহমান বলেন, “আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি, যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস আর ক্যারিয়ারের চাপে সম্পর্কের ভাষা বদলে যাচ্ছে। মানুষ একসাথে থেকেও আলাদা হয়ে যাচ্ছে। ইয়াশ ও পারসা দু’জনেই তাদের চরিত্রে খুব আন্তরিকভাবে কাজ করেছেন। আমার বিশ্বাস, দর্শক এই গল্পে নিজেদের জীবনের অনেক অংশ খুঁজে পাবেন।”
আশাবাদ ব্যক্ত করে ইয়াশ রোহান বলেন, “চিত্রনাট্য পড়ার সময়ই মনে হয়েছিল, এটি খুব পরিচিত একটি গল্প। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে, যারা ভালোবাসে, কিন্তু ঠিকভাবে তা ধরে রাখতে পারে না। পোস্টার প্রকাশের পর দর্শকদের যে আগ্রহ দেখছি, তাতে সিনেমাটি নিয়ে আমাদের প্রত্যাশাও বেড়েছে।”
কাজ নিয়ে মুগ্ধতা প্রকাশ করে পারসা ইভানা বলেন, “এই চরিত্রটি আমার আগের কাজগুলোর থেকে আলাদা। বাইরে থেকে এটি রোমান্টিক-কমেডি মনে হলেও, ভেতরে রয়েছে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি—দ্বিধা, ভয়, না বলা কথা। ইয়াশ আর আমি চেষ্টা করেছি সেই নীরব আবেগগুলো সত্যি করে পর্দায় তুলে ধরতে।”
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান মনে করেন, এই সিনেমা প্ল্যাটফর্মটির কনটেন্ট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি বলেন, “দর্শকদের জন্য নতুন ও বৈচিত্র্যময় গল্প উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। সেই ধারাবাহিকতায় ‘একসাথে আলাদা’ আমাদের বছরের অন্যতম বিশেষ কাজ হতে যাচ্ছে। সহজ হলেও আবেগে গভীর এই গল্পটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে বলে আমরা বিশ্বাস করি।”