ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।
এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরীক্ষিত, সাহসী ও ত্যাগী নেতা। ঠাকুরগাঁও–১ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেবেন—এটা আমাদের বিশ্বাস।
নির্বাচনি আচরণবিধি সম্পর্কে ফয়সল আমিন বলেন, বিএনপি নির্বাচনি আচরণবিধি মেনে চলতে সচেতন। এ সময় অন্যান্য দল ও সাধারণ নাগরিকদেরও আচরণবিধি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ বা শঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে নির্বাচনে কোনো বড় চ্যালেঞ্জ দেখছি না। একটি ষড়যন্ত্রকারী মহল নির্বাচন বানচালের চেষ্টা করেছিল, তারা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। তবে, দেশের আপামর জনসাধারণ নির্বাচনকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। আমরা চাই দ্রুত, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।
গণভোট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিএনপি ইতোমধ্যে সংস্কার সনদে স্বাক্ষর করেছে এবং সেই আলোকে গণভোটে দলের প্রচার কার্যক্রম চলছে।
প্রশাসনের ভূমিকা নিয়ে মির্জা ফয়সল আমিন বলেন, প্রশাসন এখন পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও তারা এই নিরপেক্ষতা বজায় রাখবে—এটাই প্রত্যাশা।