সারা বাংলা

জামায়াতের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিতে সরকারকে অনুরোধ তারেক রহমানের

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘তারা ক্রমাগত মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ তাদের প্রকৃত রূপ চিনে ফেলায় মানুষ এখন অত্যন্ত ক্ষুব্ধ। আমরা চাই না, মানুষ ক্ষিপ্ত হয়ে কিছু করে বসুক। সেজন্য সরকারের কাছে অনুরোধ থাকবে, তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দেন।’’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজারের আইনপুর এলাকায় এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘‘আবারো ভোট চুরির নীল নকশা ও প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদমাধ্যমে আপনারা নিশ্চয়ই তা দেখেছেন। আমি বলব, আপনারা সতর্ক থাকবেন। গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।’’

জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘যেই দলটি সম্পর্কে আপনাদের সজাগ থাকতে বলছি, তারা কয়েকদিন ধরে মানুষকে এমন সব কথা বলছে যা শুধু মিথ্যাই নয়, গুনাহের শামিল। ১৯৭১ সালে দেশ স্বাধীন করতে মুক্তিযোদ্ধারা রক্ত ঢেলে দিয়েছেন, কিন্তু সেই সময় এই দলটির ভূমিকা কী ছিল? যদি তারা তখন জনগণের পক্ষে থাকত, তবে এত মানুষকে শহীদ হতে হতো না। ইতিহাস মুছে ফেলা যায় না। তাদের আসল চেহারা মানুষ ১৯৭১ সালেই দেখেছে।’’

সমাবেশে তারেক রহমান দাবি করেন, ‘‘বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন দেশে বাকস্বাধীনতা ছিল। ধানের শীষের শাসনামলে মানুষ সরকারের সমালোচনা করতে ভয় পেত না এবং গুম-খুনের মতো ঘটনা ঘটত না।’’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘‘বর্তমানে ঢাকা থেকে সিলেট যেতে যে সময় লাগে, লন্ডন যেতে তার চেয়েও কম সময় লাগে। এটাই বিগত সরকারের তথাকথিত উন্নয়নের বাস্তব চিত্র।’’

এর আগে, সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তিনি। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সমাবেশ করে মৌলভীবাজারে পৌঁছান তারেক রহমান।