জুলাই যোদ্ধা শহীদ নাজমুল হাসানের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাদারীপুর–৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার নির্বাচনি প্রচার শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে তিনি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেন। কর্মসূচির শুরুতে তিনি শহীদ নাজমুল হাসানের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। এরপর আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন।
প্রচারকালে আনিসুর রহমান খোকন তালুকদার খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি যান এবং হাট-বাজারের দোকানপাটে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণের খোঁজখবর নেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন মৃধা, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান, কৃষক দলের সদর উপজেলা শাখার সদস্য সচিব এস এম রোমান সম্রাটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।