সারা বাংলা

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা

কুমিল্লা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় হোমনা পৌর এলাকা রণক্ষেত্র পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খান কর্মী-সমর্থকদের নিয়ে পৌরসভার শ্রীমদ্দি গ্রামে যাচ্ছিলেন। হোমনা ওভার ব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপির কর্মী-সমর্থকরা তাদের গাড়িবহর আটকে দেয়। এতে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে আহত হন ১০ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সহিংসতার সময় স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খান একটি দোকানে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান অভিযোগ করেন, নির্বাচনি মাঠে ভয়ভীতি ও সহিংসতার মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের দমিয়ে রাখার অপচেষ্টা চলছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রচার চালাতে চাই।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি জানান, এ ঘটনার সঙ্গে তার কোনো কর্মী বা সমর্থক জড়িত নয়।

হোমনা থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।