সারা বাংলা

ভারতীয় জলসীমা থেকে উদ্ধার জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমা থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি জেলে আব্দুল মান্নানকে (২২) পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া আব্দুল মান্নান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ডালঘাট গ্রামের জাকের আহমেদের ছেলে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ১৩ জানুয়ারি মহেশখালীর ডালঘাট এলাকা থেকে একটি মাছ ধরার নৌকা সাগরে যাত্রা করে। মাছ শিকারের একপর্যায়ে নৌকাটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় প্রবেশ করে।

১৮ জানুয়ারি ভারতীয় কোস্ট গার্ডের একটি জাহাজ নৌকাটিকে ধাওয়া দিলে আব্দুল মান্নান সাগরে পড়ে যান। পরে ভারতীয় কোস্ট গার্ড তাকে সমুদ্র থেকে উদ্ধার করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে উদ্ধার হওয়া জেলেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মার কাছে হস্তান্তর করা হয়।

তিনি জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বানৌজা পদ্মা উদ্ধার জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে। সেখান থেকে কোস্ট গার্ড বেইস মোংলায় নেওয়া হয় আব্দুল মান্নানকে। যাচাই-বাছাই শেষে শরণখোলা থানায় সোপর্দ করা হয়। পরে পুলিশ তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়।