রাজনীতি

ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রচার চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর দ্বিতীয় দিনে বিপুলসংখ্যক ভোটার ও নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচনি প্রচার চালিয়েছেন ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর কদমতলী থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের মিষ্টির দোকান সংলগ্ন এলাকায় এ গণসংযোগ ও নির্বাচনি প্রচার অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

তানভীর আহমেদ রবিন বলেন, “আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া যে তিনি এমন একটি নির্বাচনি পরিবেশ তৈরি করে দিয়েছেন। এলাকার মানুষের এই ভালোবাসাই আমাকে বারবার কারাবরণের পরও তাদের কাছে ফিরে আসার শক্তি জুগিয়েছে।”

তিনি বলেন, “এখানকার প্রতিটি মানুষ তার আপনজন ও পরিবারের সদস্যের মতো।”

তিনি আরো বলেন, “আমি এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছি—দিনরাত তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। সবাই মিলেই সমস্যাগুলো চিহ্নিত করব এবং সমবেতভাবে সমাধানের পথ খুঁজে বের করব।”

নিজ এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তানভীর আহমেদ রবিন বলেন, “আমি জানতাম মানুষের সাড়া পাব, কারণ আমি এই মাটির সন্তান। এখানেই আমার জন্ম। জন্মগতভাবেই তাদের সঙ্গে আমার বন্ধন। তবে এত বড় ভালোবাসা পাওয়া আমার প্রত্যাশারও বাইরে।”

নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি জনপ্রতিনিধি হয়ে ক্ষমতার জন্য নয়, তাদের সন্তান হয়ে পরিবারের প্রয়োজন রাষ্ট্রের কাছে তুলে ধরতে চাই। এখানে কাছের-দূরের কোনো ভেদাভেদ থাকবে না। আমার গুরুজনেরা আমার পিতা-মাতার সমতুল্য, আর সমবয়সী ও ছোটরা আমার ভাইবোন।”