রাজনীতি

ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: তারেক রহমান

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে জনগণকে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৭ আসনে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে রাজধানীর ভাষানটেকে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার আগে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, “দেশের উন্নয়নে জনগণের বাস্তব সমস্যাগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ভোটারদের প্রয়োজন ও প্রতিকূলতা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়, যা ভবিষ্যতে কার্যকর সমাধানে সহায়ক হবে।”

তারেক রহমান বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে জনগণকে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে।”

তিনি জনগণের সমস্যা শোনার এবং তা সমাধানের একটি কার্যকর প্রক্রিয়া গড়ে তোলার ওপর জোর দেন।

ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন, বস্তিবাসীদের পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে বিএনপি কাজ করবে বলে জানান তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, “আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে।এখন দেশ গড়ার সময়। স্বৈরাচারের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। সেগুলো পুনর্গঠনে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন।”

তিনি আরো বলেন, “গণতন্ত্র না থাকলে জনপ্রতিনিধির কাছে গিয়ে সমস্যার কথা বলার সুযোগ থাকে না।”

জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশে তারেক রহমান বলেন, “আমি আপনাদের মুখ থেকেই সমস্যা জানতে চাই। আমার প্রত্যাশা, আগামী দিনে প্রতিটি জনপ্রতিনিধি জনগণের কাছে যাবেন, তাদের কথা শুনবেন এবং সমাধানে কাজ করবেন।”

নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “কৃষকদের জন্য বিশেষ কার্ড ও সহজ ঋণের ব্যবস্থা করে কৃষি খাতে উন্নয়ন ঘটানো হবে।পাশাপাশি যুবকদের প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে, যাতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় কিংবা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে।”

নারীদের ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, “নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে বিএনপি তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়।”

এছাড়া বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “ধানের শীষকে যতবার জনগণ নির্বাচিত করেছে, ততবার মানুষের উন্নয়ন হয়েছে।দেশ গড়তে হলে সারা দেশে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

তিনি উপস্থিত নেতাকর্মীদের আত্মীয়-স্বজনসহ সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।