সারা বাংলা

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে বাধা ও মারধরের অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের নির্বাচনি প্রচারের সময় দুই দফায় বাধা দেওয়া ও দুই কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার হওয়া কর্মীরা হলেন—পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির ও কামাল খান।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী বাজার ও সরিকল বন্দরে প্রচার চালাতে গিয়ে বাধার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ফুটবল প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। 

তিনি বলেছেন, “সকালে পিঙ্গলকাঠী বাজারে বিএনপির নেতাকর্মীরা প্রথম দফায় আমার নির্বাচনি প্রচারে বাধা দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে সরিকল বন্দরে নির্বাচনি প্রচার চালাতে গেলে সেখানেও বিএনপি প্রার্থীর সমর্থকদের বাধার কারণে প্রচার চালাতে পারিনি। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।”

ক্ষোভ প্রকাশ করে আব্দুস সোবহান বলেন, “সরকার তথা নির্বাচন কমিশন যদি বলে দেয়, এক দল ছাড়া কোনো প্রচার করা যাবে না, তাহলে আমরা প্রচার চালাব না। সরকার বা নির্বাচন কমিশন তো তা বলেনি। আর আমি তো কোনো প্রার্থীর বিরুদ্ধে কিছু বলিনি। তাহলে আমার প্রচারে বাধা কেন?”  

তিনি আরো বলেন, “অপরাধী, অপরাজনীতি করা মানুষের ঘুম হারাম হয়ে গেছে। তাই, আমার প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আমাকে ভয় দেখিয়ে বা বাধা দিয়ে আটকানো যাবে না। ভয়হীন ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আমার এই যাত্রা। আর আমার এই যাত্রায় জনগণই বিজয়ী হবে।” 

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেছেন, “বিষয়টি অবগত হওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয়েছে। যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”