আন্তর্জাতিক

ইউক্রেনের রাজধানীতে ব্যাপক হামলা রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, শনিবার (২৪ জানুয়ারি) ভোরে চালানো এই হামলায় কিয়েভে দুজন এবং খারকিভে অন্তত ১১ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, রাজধানীতে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক, তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, কিয়েভকে দ্বিখণ্ডিত করা ডিনিপ্রো নদীর উভয় তীরের দুটি জেলায় হামলা চালিয়ে রাশিয়া।

ক্লিটস্কো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, “কিয়েভ শত্রুপক্ষের ব্যাপক হামলার শিকার হয়েছে।”

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানীতে এই আক্রমণে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করেছে রাশিয়া। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেঙ্কো অন্তত তিনটি জেলায় ড্রোন হামলার খবর দিয়েছেন, যার ফলে অন্তত দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নতুন বছরের শুরু থেকে কিয়েভ এ নিয়ে দুটি বড় ধরনের হামলার শিকার হলো, যার ফলে শত শত আবাসিক ভবনের বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানকার তাপমাত্রা মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় জরুরি পরিষেবা কর্মীরা সেবা পুনরুদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছেন।

সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এবং রুশ হামলার নিয়মিত লক্ষ্যবস্তু খারকিভ শহরে মেয়র ইহর তেরেখভ জানিয়েছেন, রুশ ড্রোনগুলো বেশ কয়েকটি জেলায় হামলা চালিয়েছে, এতে ১১ জন আহত হয়েছেন।

টেলিগ্রামে তিনি আরো জানান, ড্রোনগুলো বাস্তুচ্যুত মানুষের জন্য একটি ডরমিটরি, একটি হাসপাতাল এবং একটি প্রসূতি হাসপাতালে আঘাত হেনেছে।

প্রায় চার বছরের এই যুদ্ধ নিরসনের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের দুই দিনব্যাপী আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই এই হামলাগুলো চালানো হলো।